নিউজ ডেস্ক: ব্রিটেন থেকে ২৪৬ জন যাত্রী নিয়ে দিল্লি ফিরছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন দেখা দেওয়ার পর সেদেশের সঙ্গে উড়ান পরিষেবা স্থগিত রাখে ভারত। বুধবার ভারত-ব্রিটেন উড়ান চালু করা হয়। শুক্রবার ব্রিটেন থেকে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। তারপরেই ২৪৬ জন যাত্রী নিয়ে ব্রিটেন থেকে দেশে ফিরছে বিমানটি।
দেশে যখন করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, এরই মধ্যে করোনার নয়া স্ট্রেন আতঙ্ক ছড়াচ্ছে। ২৩ ডিসেম্বর উড়ান পরিষেবায় স্থগিতাদেশের আগে ব্রিটেন থেকে এক হাজারের কিছু বেশি মানুষ এদেশে আসেন। তাঁদের কয়েকজনের শরীরে নয়া স্ট্রেন মিলেছে। ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৩। এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে যাত্রীবাহী বিমান চলা শুরু হওয়ায় মাথাচাড়া দিচ্ছে নয়া স্ট্রেন আতঙ্ক।
সরকারি সূত্রের খবর, এখন থেকে দু দেশের মধ্যে প্রতি সপ্তাহে মোট ৩০টি উড়ান চলাচল করবে। এর মধ্যে ১৫টি করে বিমান ভারত এবং ১৫টি ব্রিটেনের বিমান সংস্থার উড়ান। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।