নিউজ ডেস্ক: ত্রিপুরার তেলিয়ামুড়ার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত এক যুবক। আহতের নাম সুদীপ দেবনাথ বয়স ২০। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০ নাগাদ সিলিন্ডার বোঝাই একটি লরি শিলচর থেকে আগরতলা আসার পথে একটি বালি বোঝাই ট্রাককে ধাক্কা মারে। ঘটনায় আহত হন ওই যুবক।
প্রত্য়ক্ষদর্শীরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান।ঘটনাস্থলে তেলিয়ামুড়ার থানার পুলিশ গিয়ে দুটি গাড়ির চালক এবং গাড়িটি দুটিকে আটক করেছে।