নিউজ ডেস্ক : নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হল দিল্লি বিধানসভা। বৃহস্পতিবার বিশেষ অধিবেশন চলাকালীন কৃষি আইনের কপি ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ব্রিটিশের চেয়েও খারাপ শাসক যেন না হয়ে ওঠে কেন্দ্রীয় সরকার।’’ দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনার জন্য এদিন বিশেষ অধিবেশন বসেছিল। কেজরিওয়াল বলেন, ‘‘আমি এই ৩টি কৃষি আইন ছিঁড়ে ফেলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন ব্রিটিশের চেয়েও খারাপ শাসক না হয়ে ওঠে।’’ কৃষি আইন পাশ করানো নিয়ে এত তাড়াহুড়ো কেন করছে মোদী সরকার, বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তোলেন তিনি। কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে আপ। আন্দোলনদের পানীয় জল, ওষুধ সহ প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও করেছে দিল্লি সরকার। আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন খোদ কেজরিওয়াল।
- Advertisement -