নিউজ ডেস্ক: দেশের সর্বকনিষ্ঠ মেয়র পদে ২১ বছরের তরুণী। কেরলার তিরুঅন্তপুরমের অল সেন্ট’স কলেজের অঙ্কে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর্যা রাজেন্দ্রনই দেশের সর্বকনিষ্ঠ মেয়র। বারংবার নতুন প্রজন্মকে দায়িত্ব না দেওয়ার জন্য সমোলচনার মুখে পড়তে হয়েছে বাম দলগুলোকে। এবার সেই রীতি ভেঙেই মেয়র পদে আর্যা রাজেন্দ্রনই। আর্যার পরিবার বামপন্থী। তাই ছোট থেকেই রাজনীতি সম্পর্কে তাঁর ভালোই জ্ঞান রয়েছে। পরবর্তীকালে এসএফআই সংগঠনের হয়ে কাজ এবং তারও পরে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আর্যা।
কেরলের মুদাভানমুগল ওয়ার্ড থেকে তিরুঅনন্তপুরম পুরসভার লড়াইয়ে সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন আর্যা৷ কাউন্সিলর হিসাবে প্রথমে নির্বাচিত হন তিনি৷ বিপক্ষের ইউডিএফ প্রার্থীকে হারিয়ে জয়ী হন আর্যা। বামপন্থী আদর্শ নিয়েই পুরপ্রশাসনের কাজ করতে চান আর্যা রাজেন্দ্রনই। এমনকী দলের যাঁরা অভিজ্ঞ মানুষ রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেই কাজ কারার কথা বলেন তিনি।
তরুণ প্রজন্মকে সুযোগ দিতে পেরে খুশি সিপিএমের প্রবীণ নেতৃত্ব।