প্রতিনিধি, তেলিয়ামুড়া : ব্যাঙ্কের ভিতরে বসে টাকা চুরি করছে ব্যাঙ্কেরই কর্মী। ত্রিপুরার তেলিয়ামুড়ায় UCO ব্যাঙ্কের বাগান বাজার শাখার ঘটনা। এদিন ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী সুরেন্দ্র লাল রায়। ব্যাঙ্কের কর্মী উত্তম দেবনাথের হাতে টাকা দেওয়ার পর তিনি গুণে ব্যবসায়ীকে জানান, ৭ হাজার টাকা কম রয়েছে। ব্যবসায়ী মানতে চাননি। তারপর সিসিটিভি ফুটেজে দেখা যায়, টাকা গোনার সময় উত্তম দেবনাথ কম্পিউটারের কি বোর্ডের নিচে লুকিয়ে রেখেছেন টাকা। এ ব্যাপারে ব্যাঙ্কের ম্যানেজার প্রেম সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন।
- Advertisement -