নিউজ ডেস্ক : রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি প্রতিনিধি দল। এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বে কমিশনে যাবে বিজেপির প্রতিনিধি দল।
রাজ্য় সফরে এসে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে হামলার মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইটের আঘাতে ভাঙে তাঁর গাড়ির কাচ। ঘটনায় অসন্তুষ্ট রাজ্য়পাল। স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর চিঠি পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্য়সচিব ও ডিজিকে তলব করা হয়। শুধু তাই-ই নয়, পরবর্তীতে রাজ্য়ের ৩ আইপিএসকেও তলব করে নবান্নে চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও চিঠি নিয়ে অসম্মতি জানিয়ে পাল্টা নবান্নের তরফে পাঠানো হয় চিঠি। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, এভাবে রাজ্যের তিন আইপিএসকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। যা নিয়ে বর্তমান রাজনীতিতে তুঙ্গে টিএমসি-বিজেপি তরজা।
নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া ভূমিকা নিয়েছে কেন্দ্র। ১৯ ডিসেম্বর রাজ্য়ে আসছেন অমিত শাহ। তাঁর সফরকালে এই ধরনের ঘটনা এড়াতেই বদ্ধপরিকর বঙ্গ বিজেপি। তাই রাজ্য়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এদিন নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গবিজেপির প্রতিনিধি দল।