নিউজ ডেস্ক : ৩ আইপিএস অফিসারের বদলি নিয়ে সংঘাতের মাঝে ফের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপিকে তলব করল কেন্দ্র। যদিও করোনা পরিস্থিতি ও কাজের চাপের কথা জানিয়ে দুই কর্তা দিল্লি যেতে পারবে না বলে জানিয়েছে নবান্ন। পরিবর্তে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নাড্ডার কনভয়ে হামলার পর গত ১৪ ডিসেম্বর মুখ্যসচিব ও ডিজিপিকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেইসময় রাজ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানায়, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার ভুক্ত বিষয়। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে তিনটি এফআইআর হয়েছে। সাত জন গ্রেফতার হয়েছে। রাজ্য যথেষ্ট গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছে। ফলে দুই শীর্ষ আধিকারিককে দিল্লি যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক। ফের মুখ্যসচিব ও ডিজিপিকে শুক্রবার তলব করে কেন্দ্র। এবারেও দুই শীর্ষ আধিকারিকের দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নবান্ন।