নিউজ ডেস্ক : কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলন চলছে কৃষকদের। আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস, আরজেডি, তৃণমূল, বামেদের মতো বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে। এবার কৃষি আইন নিয়ে জনমত গড়ে তুলতে পথে নামল কেন্দ্র। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ৮ পাতার একটি চিঠি প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তোমারের সেই পোস্ট রিপোস্ট করে মোদী লিখেছেন, ‘নরেন্দ্র তোমার নিজের ভাবনা প্রকাশ করেছেন। কৃষক এবং দেশের সাধারণ মানুষের কাছে আমার আবেদন সকলে এই চিঠি পড়ুন।’
कृषि मंत्री @nstomar जी ने किसान भाई-बहनों को पत्र लिखकर अपनी भावनाएं प्रकट की हैं, एक विनम्र संवाद करने का प्रयास किया है। सभी अन्नदाताओं से मेरा आग्रह है कि वे इसे जरूर पढ़ें। देशवासियों से भी आग्रह है कि वे इसे ज्यादा से ज्यादा लोगों तक पहुंचाएं। https://t.co/9B4d5pyUF1
— Narendra Modi (@narendramodi) December 17, 2020
চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে। ওই চিঠিতে কৃষকদের আশ্বস্ত করে বলা হয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে তাঁরা যে আশঙ্কা করছেন, তেমন আশঙ্কার কোনও কারণ নেই। এই আইনের ফলে কৃষকদের জমি ভীতিও দূর করার চেষ্টা করছে কেন্দ্র বলে জানানো হয়েছে। কেন্দ্রের প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, সরকার কৃষকদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে প্রস্তুত। তবে এ ক্ষেত্রে বিরোধীদের কোনও অ্যাজেন্ডাকে ঠাঁই দেওয়া হবে না।