নিউজ ডেস্ক : মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের দাপটে একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছে ৪.১ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমের শীতলতম দিন মঙ্গলবার। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় হিমালয় থেকে বরফ ঠান্ডা হাওয়া বইছে রাজধানীতে। যার ফলে তাপমাত্রার পারদ নামছে দ্রুত।
দিল্লিতে টানা দুদিন ধরে স্বাভাবিকের থেকে নীচে নেমেছে তাপমাত্রা। সাধারণত সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়, জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সফদরজং এলাকায় তাপমাত্রা ৪.১ ডিগ্রিতে নেমেছে। জাফরপুরে তাপমাত্রা নেমেছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। লোধি রোড এলাকায় তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস।