নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আপাতত মৃদু উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন এই বিজেপি নেতা। রবিবার দুপুরে করোনা আক্রান্তের কথা নিজেই টুইট করে জানিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এলেও তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। পাশাপাশি যাঁরা কিছুদিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের টেস্ট করার ও আইসোলেশনে থাকতে অনুরোধ করেন এদিন।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है, डॉक्टर्स की सलाह पर होम आइसोलेशन में सभी दिशा- निर्देशो का पालन कर रहा हूँ। मेरा अनुरोध है, जो भी लोग गत कुछ दिनों में संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Jagat Prakash Nadda (@JPNadda) December 13, 2020
কিছুদিন আগেই দু’দিনের বাংলা সফর করে গেছেন জেপি নাড্ডা। তাঁর কনভয়ে হামলার ঘটনা নিয়ে এখনও উত্তাল রাজনৈতিক মহল। ঘটনার জেরে সংঘাত বেঁধেছে কেন্দ্র আর রাজ্যে। সর্বভারতীয় সভাপতির করোনার খবরে রাজ্যের বিজেপি মহলে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।