নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩৯ জন। এখনও অবধি দেশে মোট আক্রান্ত ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। করোনায় সবথেকে বশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি দেশে দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে। ১ কোটি ৩৭ হাজার ৩৯৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৩৯ জন। সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪৪৯ জনে।
পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে গত কয়েকদিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২১ জন। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩ জন। যদিও এর মধ্যে ৫ লক্ষ ৩৯ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। দৈনিক মৃত্যুতে দেশে তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের।