নিউজ ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। যদিও স্বস্তি মিলছে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সামান্য কম হওয়ায়। এই পরিস্থিতিতে ঠিক কবে থেকে শুরু হবে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ? তার উত্তর মিলবে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২২ জন। যার জেরে এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৩১ হাজার ৬৩৯। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২২৮ জনের। এই নিয়ে মারণ ভাইরাস করোনায় প্রাণ গেল মোট দেড় লক্ষ ৭৯৮ জনের।
India reports 18,222 new COVID-19 cases, 19,253 discharges, and 228 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,04,31,639
Active cases: 2,24,190
Total discharges: 1,00,56,651
Death toll: 1,50,798 pic.twitter.com/FjJ61Gw0Hb— ANI (@ANI) January 9, 2021
যদিও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২৫৩ জন। পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন। দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ৬৫১। বর্তমানে ভারতে দেশে ২ লক্ষ ২৪ হাজার ১৯০ জন কোভিড চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।