নিউজ ডেস্ক : দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ২৩ হাজারে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সেইসঙ্গেল অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। পরিসংখ্যান বলছে, করোনায় দৈনিক মৃত্যুসংখ্যা ৪০০-র নীচে নেমে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮জনের। এই নিয়ে দেশে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪,৭৮৯জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ২২,৮৮৯জন। মোট আক্রান্তের সংখ্যা ৯৯,৭৯,৪৪৭ জন।বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে করোনা বুলেটিন প্রকাশ করেছিল সেই অনুযায়ী, বাংলায় দৈনিক সংক্রমণও ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৫ জন। সেখানে দৈনিক সুস্থতার সংখ্যা ২ হাজার ৭৪৭। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৪৫৬। সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ১ হাজার ৬২৪ জন।