নিউজ ডেস্ক : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি লাগোয়া সিংঘু, টিকরি, গাজিয়াবাদ সীমান্তে আন্দোলন চালাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষক। যার জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তিন রাজ্যকে। মঙ্গলবার এমনটা জানিয়েছে দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম)। তারা জানিয়েছে, কৃষক আন্দোলনের কারণে পঞ্জাব, হরিয়ানা এবং হিমাচলপ্রদেশের পণ্য পরিবহণের ওপর প্রভাব পড়ছে। বহু সীমানা আটকে থাকায় ৫০ শতাংশ অতিরিক্ত খরচ করে পণ্য নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন রাজ্যে। যার প্রভাব পড়ছে অর্থনীতির উপর। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০০০-৩৫০০ কোটি টাকা।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন চলায় এমনিতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, তারওপর কৃষক আন্দোলনের জেরে ফের ক্ষতি হচ্ছে। শ্রমিকের অভাবে দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলের কলকারখানায় উৎপাদন বন্ধ হতে চলেছে বলে জানিয়েছে অ্যাসোচ্যাম।