নিউজ ডেস্ক : ৬ দফা আলোচনাতেও জট কাটেনি। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় দিল্লিতে বিক্ষোভরত কৃষকরা। তারমধ্যেই বুধবার ফের একদফা আলোচনার জন্য বিক্ষোভরত কৃষকদের আহ্বান জানাল কেন্দ্র। কৃষকদের জানানো হয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে, কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে আগ্রহী তারা। অন্যদিকে, সোমবারই মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে হাওড়ার শালিমার পর্যন্ত কিসান রেলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি দেশের কোটি কোটি কৃষককে অভিনন্দন জানাই। কিসান রেল নেটওয়ার্ককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কোভিড ১৯ এবং তা বাড়ানোও হয়েছে গত চারমাসে, এই নিয়ে ১০০তম রেলের উদ্বোধন করা হল।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, “কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের আয় বৃদ্ধি করার কাজে বড় পদক্ষেপ কিসান রেল।”
গত বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে সংস্কারের অঙ্গ হিসেবে তিনটি কৃষি বিল পাস করায় মোদি সরকার। কেন্দ্রীয় সরকার এই বিল পাস করানোর সঙ্গে সঙ্গেই সংসদের ভিতরে বাইরে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। ২৬ নভেম্বর থেকে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলন শুরু করেন কৃষকরা। তাঁরা জানিয়েছেন, সরকার এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।