নিউজ ডেস্ক : দেশের ৭৩৬ জেলায় শুক্রবার করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই রান চলছে। কিন্তু কবে থেকে টিকাকরণ শুরু হবে, তা নিয়ে প্রশ্ন ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আশার কথা শোনালেন। চেন্নাইয়ের গভর্মেন্ট জেনারেল হাসপাতালে করোনা টিকার ড্রাই রানের পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘খুব কম সময়েই ভারত করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দেশবাসীকে ভ্যাকসিন দিতে পারব। ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। পরে তা দেওয়া হবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের। ড্রাই রানের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। আরও অনেককেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।’ সূত্রের খবর, ইতিমধ্যেই ১ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন প্রদানকারী ও ৩ লক্ষ ভ্যাকসিন টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছে কেন্দ্র।