নিজস্ব সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরার তেলিয়ামুড়ায় ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হল মানব অধিকার দিবস কর্মসূচি। তার অঙ্গ হিসেবে দুপুর ১২টা নাগাদ সিপিআইএম দলের সারা ভারত নারী সমিতি সংগঠন রাজ্য কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারা ভারত নারী সমিতি সংগঠনের খোয়াই জেলার সম্পাদিকা গায়ত্রী দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়িকা গৌরী দাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
আলোচনা প্রসঙ্গে খোয়াই জেলার সম্পাদিকা গায়ত্রী দত্ত বলেন, বর্তমানকালে মানব অধিকারের প্রত্যেকটি ধারা আক্রান্ত। এর মধ্যে মানুষের কথা বলার অধিকার, মৌলিক অধিকার, নারীদের স্বাধিকার পর্যন্ত আক্রান্ত। এই অবস্থায় সকলকে এগিয়ে আসতে হবে মানবাধিকার রক্ষার তাগিদে। প্রয়োজনে আন্দোলনও করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।