নিউজ ডেস্ক : রবিবার বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে আরও একবার আত্মনির্ভরতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মহামারীর জেরে গোটা বিশ্বের অর্থনীতি তলানিতে ঠেকেছে। কিন্তু এই বিপদ থেকে বাঁচতেই মানুষ নতুন নতুন পন্থা আয়ত্ত করেছে। এটাই হল আত্মনির্ভরতা।’ পাশাপাশি তিনি দেশবাসীকে আরও বেশি করে ভারতীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানালেন।
৭২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্লাস্টিক মুক্ত ভারত গড়ে তোলার ডাক দিলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি গুরুগ্রামের একদল যুবক এবং কর্ণাটকের এক দম্পতির কথাও উল্লেখ করেন। মোদি বলেন, ‘হিমালয়ের চারপাশে পর্যটকদের ফেলে দেওয়া আবর্জনা পরিস্কার করার দায়িত্ব নিয়েছে একদল যুবক। এছাড়া কর্ণাটকের অনুদীপ ও মনুষা বিয়ের পরে সমুদ্রতটের ময়লা পরিস্কার করার সংকল্প নিয়েছে। আমাদের প্রত্যেকের এদের দেখে দেশ স্বচ্ছ রাখার সংকল্প নেওয়া উচিত।’
এদিনের বেতার ভাষণে প্রধানমন্ত্রী বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের নিয়েও বক্তব্য রাখেন। বিগত কয়েকবছরের মধ্যেই ভারতের বনাঞ্চলের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, ‘২০১৪ থেকে ২০১৮ সাল মাত্র চার বছরের মধ্যেই বাঘ, সিংহের সংখ্যাও অত্যধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মধ্যভারতে সবচেয়ে বেশি বেড়েছে চিতাবাঘের সংখ্যা। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৭,৯০০। ২০১৮ সালে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা ১২,৮৫২ পৌঁছেছে।’