নিউজ ডেস্ক: ভ্যাকসিনের অ্যাপ বাজারে আসার আগেই ভুয়ো অ্যাপে ছেয়ে গেল বাজার। বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সংক্রান্ত কোনও অ্যাপ বাজারে আনেনি সরকার। কিছু দুষ্কৃতী এই অসাধুচক্র চালাচ্ছে।
আগামী সপ্তাহের মধ্যেই দেশে শুরু হতে পারে করোনার টিকাকরণ। এই পরিস্থিতিতে টিকাকরণের বন্টনের বিষয়ে নজর রাখতে কো-উইন নামে একটি অ্যাপ বাজারে আনার কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রক, ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক যুগ্মভাবে অ্যাপটি পরিচালনা করবে। ওই অ্যাপে টিকাকরণ, টিকা সংরক্ষণ সহ সমস্ত বিষয়ে নজর রাখা যাবে প্রযুক্তির সাহায্যে। যদিও এখনও পর্যন্ত সেই অ্যাপ মার্কেটে লঞ্চ করেনি কেন্দ্র। তার আগেই ভুয়ো অ্যাপ বাজারে এনে জালিয়াতি শুরু হয়েছে।
এদিন ট্যুইটারে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অ্যাপ স্টোরে ওই নামে যেসকল অ্যাপ পাওয়া যাচ্ছে তা ভুয়ো। ফাঁদে পা দিয়ে ওই অ্যাপ ডাউনলোড করে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে দেশবাসীকে। পাশাপাশি এও বলা হয়েছে, আসল অ্যাপটি লঞ্চ করার আগে সকলকে তা জানিয়ে দেওয়া হবে।