নিউজ ডেস্ক : হিন্দু ধর্ম এবং রাষ্ট্রকে অসম্মান করা হচ্ছে এই অভিযোগে বলিউডের প্রস্তাব ফেরালেন বছর কুড়ির গায়িকা মৈথিলী ঠাকুর। কিছুদিন ধরে লোকসঙ্গীতশিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়াতে ভালো জনপ্রিয়তা পেয়েছেন এই গায়িকা। উঠতি এই তরুণীর এহেন সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ ভার্চুয়াল জগৎ।
সম্প্রতি তাঁর গানে মুগ্ধ হয়ে বলিউড থেকে বেশ কিছু গান গাওয়ার প্রস্তাব এসেছে। কিন্তু তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে জানিয়েছেন, ভারতীয় সনাতনী হিন্দু ধর্ম এবং রাষ্ট্রকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না বলিউডে। নিরন্তন অসম্মান করা হচ্ছে। তার প্রতিবাদেই তিনি বলিউডে পা রাখতে নারাজ।
তবে ওই গায়িকা গানের জগৎ থেকে সরছেন না। তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই লোকসঙ্গীত গেয়ে যাবেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই অনেকেই মৈথিলীকে ‘দেশের গর্ব’ বলে অভিহিত করেছেন।