নিউজ ডেস্ক : প্রতীক্ষার অবসান। দীর্ঘ নয় মাস পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। যাবতীয় রীতি মেনে এদিন পূজাপাঠ হলেও সকলের জন্য মন্দির খুলবে তেসরা জানুয়ারি থেকে। তবে করোনা আবহে সব সতর্কতা মেনে জগন্নাথ দর্শনে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে মন্দির কর্তৃপক্ষ। স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ভক্তদের জন্য। মন্দিরে প্রবেশের জন্য কোভিড রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও দশ বছরের কম বয়সি শিশু ও ৬৫ ঊর্ধ্বদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি।
মোট তিনটি ধাপে মন্দির দর্শনে অনুমতি দেওয়া হয়েছে। মন্দির খোলার পর প্রথম তিনদিন অর্থাৎ, ২৬ তারিখ পর্যন্ত সেবায়েতদের পরিবার ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরপর ২৬-৩১ ডিসেম্বর অবধি পুরীর স্থানীয়রা জগন্নাথ দর্শন করতে পারবেন। পুরসভার লোকেরা বাড়ি বাড়ি গিয়ে টোকেন দিয়ে আসবেন। কখন তাঁরা যেতে পারবেন সেটা প্রশাসন বলে দেবে। জানুয়ারির ১ ও ২ তারিখ ভিড় এড়াতে মন্দির বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।