নিউজ ডেস্ক : শনিবার অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন প্রায় ২ ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে সেভাবে কিছু বলতে চাননি রাজ্যপাল। তবে তিনি বলেন, ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত তিনি। তবে বঙ্গ ভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। বিজেপির মুখপাত্র বলে একাধিকবার জগদীপ ধনকরকে নিশানা করে তৃণমূল। এদিন তিনি বলেন, ‘আমি কোনও দলের ধ্বজাধারী নই। আমি শুধু সংবিধানের নির্দেশ মানি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই বলেও এদিন জানান তিনি।
রাজ্যপাল যখন দিল্লিতে, তখন জে পি নাড্ডা বঙ্গ সফরে। এক মাস আগে নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গে তুলে রাজ্যপাল বলেন, ‘ডায়মন্ড হারবারে অন্যায় হয়েছে। সামলাতে পারেননি। সংবিধান রক্ষা করা তাঁর দায়িত্ব। তাই তিনি সরব হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন যেন রক্তক্ষয়ী না হয়। ২০২০ অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকে মারা গিয়েছেন। ২০২১ অনেক ভাল পরিস্থিতি।’