নিউজ ডেস্ক: ফের ধামাকা জিও- এর। নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য সুখবর আনল মুকেশ অম্বানির সংস্থাটি। ১ জানুয়ারি হতে জিও থেকে অন্য নেটওয়ার্কে সাধারণ ফোন কল করতে লাগছে না কোনও টাকা। এবার থেকে বিনামূল্যেই মিলবে এই পরিষেবা।
জিও- এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইন্টারকানেক্ট ইউসেজ চার্জেস (আইইউসি) শুক্রবার থেকে সারা দেশে উঠে যাচ্ছে। তাই এবার থেকে দেশের মধ্যে ফোন করতে আর কোনও টাকা নেবে না জিও। তবে দেশের বাইরে কল করতে চাইলে সেক্ষেত্রে চার্জ লাগবে।
জিও- এর তরফ থেকে আরও বলা হয়েছে, জিও বরাবর নিজের প্রতিশ্রুতি পালনে করে এসেছে। সংস্থা কথা দিয়েছিল, সেই মতোই যে মুহূর্ত থেকে দেশে আইইউসি উঠে যাওয়ার কথা ঘোষিত হয়েছে, সেই মুহূর্ত থেকে জিও দেশের মধ্যে নন-নেট ভয়েস কল বিনামূল্যে করে দেওয়ার ঘোষণা করেছে। গ্রাহকদের কাছে সব সময় সেরা পরিষেবা পৌঁছে দিতেই তাদের এই পদক্ষেপ বলেই জানিয়েছে তারা।