নিউজ ডেস্ক : কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার তথা জেডিএস নেতা এসএল ধর্মগৌড়ার রহস্যমৃত্যু। সোমবার রাত দুটো নাগাদ চিকমাগালুরু জেলার একটি রেললাইনের পাশে ধর্মগৌড়ার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। সুইসাইড নোটে গত ১৫ ডিসেম্বরে বিধান পরিষদে হাঙ্গামার প্রসঙ্গ উল্লেখ করা আছে বলে পুলিশ সূত্রে খবর। ওইদিন কর্নাটক বিধান পরিষদে সভা মুলতুবি করা নিয়ে বিরোধীরা ডেপুটি স্পিকারকে ঘিরে ধরেছিলেন এবং টেনে চেয়ার থেকে নামিয়ে দেন। কোনওমতে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান এসএল ধর্মগৌড়া। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। ওই ঘটনার পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। পুলিশের অনুমান, হতাশা থেকে আত্মহত্যা করেছেন ডেপুটি স্পিকার। বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে বেরিয়ে যান ধর্মগৌড়া। নিরাপত্তারক্ষীদেরও সঙ্গে নেননি তিনি। শুধু গাড়ির চালক ছিলেন ডেপুটি স্পিকারের সঙ্গে। ১০ টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খোঁজাখুঁজি শুরু হয়। মধ্যরাতে দেহ পড়ে থাকার খবর আসে পুলিশের কাছে। এসএল ধর্মগৌড়ার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।