নিউজ ডেস্ক: অনন্তনাগে এনকাউন্টারে আহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাহির আব্বাস লোন। জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা জাহিরের পেটে গুলি লাগে। সুরাক্ষাবাহিনী লোনকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, অনন্তনাগ জেলার বাবা গুন্দ খালিল এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালেই তল্লাশি অভিযান চালায় সুরক্ষাবাহিনী। বেশ কিছু মাস ধরেই সীমান্তে বেড়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই ঘটনার আগে জম্মুর নাগরোটাতেও পুলিশি এনকাউন্টারে খতম হয় চার জঙ্গি। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র দেখে পাক যোগের প্রমাণ মিলেছে।