নিউজ ডেস্ক : ফের মাদক যোগে বলিউডে গ্রেফতার চারজন। মুম্বইয়ের পশ্চিম বান্দ্রায় গোপন সূত্রে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। ধৃতদের মধ্যে রয়েছে দুইজন ভারতীয় এবং দুইজন বিদেশি নাগরিক। এনসিবির তল্লাশিতে বেশ কিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। সূত্রের খবর, বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি।
ধৃত ভারতীয় দু’জনের মধ্যে একজন অভিনেত্রী দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তার বোন। অন্যদিকে বলিউডের বেশ প্রভাবশালীদের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার কাজ করত ধৃত বিদেিশ করণ সাজনানি বলেই জানতে পেরেছে এনসিবি। সাজনানিকে এ কাজে পূর্ণ সহযোগিতা করত রাহিলা ফার্নিচারওয়ালা এবং তার বোন।