নিউজ ডেস্ক : মাত্র ১০০ টাকাতেই করোনা পরীক্ষা করাতে পারবেন বেসরকারি জায়গা থেকে। ওডিশা সরকারের উদ্যোগে এই সুযোগ পাবেন সে রাজ্যের বাসিন্দারা। ওডিশায় নতুন করে ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ ২৭ হাজার। গত কয়েকদিনে মারা গিয়েছেন তিন জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৯।
ওডিশা প্রশাসন জানিয়েছে, খুরদা জেলায় ৫০ জন এবং ও সুন্দরগড় জেলায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখন প্রায় তিন হাজার করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। প্রায় ৩ লক্ষ ২২ হাজার আক্রান্ত ব্যক্তি সেরে উঠেছেন।