নিউজ ডেস্ক : পঞ্জাবের গুরদাসপুরে সোমবার পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল নিরাপত্তাবাহিনী। উদ্ধার ১১টি হ্যান্ড গ্রেনেড। বিএসএফ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের একটি ড্রোন পঞ্জাবে ঢুকে পড়েছিল। গ্রেনেডের ধরন দেখে সন্দেহ করা হচ্ছে, সেগুলো পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে।
পঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে উদ্ধার হয়েছে ‘আর্জেস টাইপ এইচজি-৮৪’ সিরিজের গ্রেনেডগুলো। তিনি আরও জানান, গত ১৫ মাস ধরে সীমান্ত এলাকায় অস্ত্র এবং মাদক পাচারের রমরমা বেড়েছে। তাঁর দাবি, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই পাচারকাজ চালাচ্ছে জঙ্গিরা।
সপ্তাহখানেক আগেই গোয়েন্দারা সতর্ক করেছিলেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই চিনের কাছ থেকে উন্নতমানের ড্রোন কিনছে। যেগুলো বিপুল পরিমাণে অস্ত্র বহন করতে সক্ষম। সেই সতর্কবার্তার পরই সোমবার এতগুলো উন্নত ধরনের গ্রেনেড মেলায় সীমান্ত জুড়ে নজরদারি আরও কঠোর করা হয়েছে।