নিউজ ডেস্ক : ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে ডেকে পাঠানো হলেও রাজ্য তাঁদের অব্যাহতি দেয়নি। এবার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নবান্ন। জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়ানো তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করেছে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবারই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আইপিএসদের বদলি আটকাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য।