নিউজ ডেস্ক : মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনে জাতীয় যুব উৎসবের আয়োজন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের যুব শক্তি চাইলে যে সব কিছু করতে পারে অতীতে তার বহুবার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ থেকে অনেক বছর আগে স্বামীজি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন আজও তা প্রাসঙ্গিক। করোনা মহামারীর মোকাবিলা করতে গিয়ে সেকথা বারবার প্রমাণ হয়েছে। তাই দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব স্বামীজির চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য।’
এদিন নতুন প্রজন্মকে রাজনীতিতে আসার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘রাজনীতি দেশের শাসক বদলের মাধ্যম। রাজনীতিতে নতুন প্রজন্মের প্রয়োজন। কারণ, তাহলেই সেখানে আসবে নতুন ধারণা। আগে রাজনীতিতে আসা মানেই সন্তান খারাপ হয়ে গিয়েছে বলে ধরা হত। কিন্তু সেই ধারণা বদলাতে হবে। বদলে গিয়েছেও। এখন নতুন প্রজন্মকে রাজনীতিতে দেখা যাচ্ছে।’ এদিন কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে পরিবারতন্ত্র এখনও রয়েছে। যা একেবারে প্রযোজ্য নয়। কী পাবেন তা না ভেবে, কী কাজ করবেন সেই লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসুক নতুন প্রজন্ম। তা না হলে লোকতন্ত্র দুর্বল হয়ে যাবে। রাজনীতিতে এগিয়ে আসতে হবে যুবদের।’
পাশাপাশি বিবেকানন্দের জন্মতিথিকে মাধ্যম করে নতুন জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তাকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তি নির্মাণে জোর দেয় নতুন জাতীয় শিক্ষানীতি।