নিউজ ডেস্ক : শ্রীনগরের হোকারসার এলাকায় সন্ত্রাসবাদীরা গোপন ডেরায় লুকিয়ে রয়েছে খবর পেয়ে অভিযান নিরাপত্তা বাহিনীর। মঙ্গলবার গভীর রাত থেকেই তল্লাশি অভিযান চালাতে শুরু করে নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা বাহিনীর উপস্থিতি টের পেতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। ব্যাপক গুলিযুদ্ধে অবশেষে ৩ জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী। এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে জওয়ানরা।
বুধবার ভোর থেকে এনকাউন্টার অভিযানে শ্রীনগর-বারমুল্লা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারামুল্লা, সোপোর ও গুলমার্গ থেকে শ্রীনগরের দিকে চলাচল করা গাড়িগুলি ঘুরপথে মাগাম-বাডগাম হয়ে চলাচল শুরু করে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হলেও নিহত জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।