নিউজ ডেস্ক: প্রথমে একটি ডোজ ও পরে অর্ধেক ডোজ নেওয়ার চেয়ে অক্সফোর্ডের করোনা টিকার দুটি পুরো ডোজ নিলে অনেক বেশি ভালো ফল মিলবে। বৃহস্পতিবার এমনই দাবি করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন নির্মাতারা। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে জোট বেঁধে এই টিকা প্রস্তুত করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে এই টিকা নিয়ে আসছে সিরাম ইনস্টিটিউট।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভ্যাকসিন নির্মাতারা দুভাবেই পরীক্ষা-নিরীক্ষা করেছেন। একটি হল পরপর দুটি ফুল ডোজ দেওয়া। অন্যটিতে প্রথমে একটি ডোজ ও পরে হাফ ডোজ দেওয়া হয়েছে। গবেষণায় উঠে এসেছে যে দু’টি ফুল ডোজ দিলে অনেক শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হচ্ছে মানবদেহে। টি সেল গঠন হচ্ছে যেগুলি করোনা ভাইরাস প্রতিরোধে সবথেকে বেশি কার্যকরী হচ্ছে।
কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এখনও কোনও টিকার ছাড়পত্র দেয়নি।