নিউজ ডেস্ক: মুম্বইয়ের ভাসি স্টেশনের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার এক তরুণী। অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে রেললাইনে পড়ে থাকতে দেখেন লোকাল ট্রেনের এক মোটরম্যান। তিনি খবর দেন স্টেশন পুলিশকে। পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তরুণীর শরীরে আঁচড়ের দাগ, পোশাক ছেঁড়া, যা দেখে পুলিশের অনুমান, ধর্ষণ করে তাঁকে খুন করার চেষ্টা করে অভিযুক্তরা।
জ্ঞান ফিরলে তরুণী কোনওরকমে জানিয়েছেন, তিনি থানে জেলার টিটওয়ালার বাসিন্দা। পোয়াইয়ে কাজ করেন। প্রতি সপ্তাহে টিটওয়ালার বাড়িতে যেতেন। গত রবিবার বাড়ি এসেছিলেন, পরদিন কাজের জায়গায় ফেরার জন্য বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেননি তরুণী। মঙ্গলবার রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তরুণীর শরীরের একাধিক জায়গায় চোট দেখে তদন্তকারীরা মনে করছেন, তাঁকে খুনের উদ্দেশে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তবে জ্ঞান ফিরলেও তরুণী কিছু জানানোর মতো অবস্থায় নেই, তাঁর সুস্থ হওয়ার অপেক্ষা করছে পুলিশ।