নিউজ ডেস্ক : কোভিশিল্ড ও কোভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরই টিকাকরণের সময় ঘোষণা করে দিল কেন্দ্র। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানান, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। প্রথম দফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
Html code here! Replace this with any non empty raw html code and that's it.