নিউজ ডেস্ক: প্রথম ইনিংসের পর সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের দায়িত্ব তুলে নিলেন স্টিভ স্মিথ ও লাবুশেন। দ্বিতীয় দিনের শেষে ভারত দু’ উইকেটে ৯৬ রান তুলেছিল। এদিন ২৪৪ রানেই শেষ হয়ে যায়। শুভমনের পর একমাত্র বড় রান পান পূজারা। তিনিও হাফ সেঞ্চুরি করেন। ৯৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে শুরুতেই দুই ওপেনারকে ফেরত পাঠান মহম্মদ সিরাজ ও অশ্বিন। দিনের শেষে দু’ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে টিম পেইনের দল।
Another blow for India!
Ravindra Jadeja, who suffered a blow to his left thumb while batting, has been taken for scans.#AUSvIND pic.twitter.com/jPUlF7HddY
— ICC (@ICC) January 9, 2021
এদিন ঋষভ পন্থের পর একই দিনে চোটের কবলে পড়লেন রবীন্দ্র জাদেজা। আঘাত কতখানি গুরুতর, তা জানতে তাঁকেও স্ক্যানের জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অন্য দিকে সুবিধাজনক জায়গাতে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করল টিম পেইন অ্যান্ড কোং। এদিন খেলার শুরুতে প্যাট কামিন্সের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারেনি ভারতীয় মিডল অর্ডার। একাই চারটে উইকেট তুলে নেন তিনি। হ্যাজলউড নেন দুটি উইকেট। ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৫০ রান করে পূজারা আউট হয়ে যাওয়ার পর থেকেই একে একে উইকেট পড়তে থাকে। চোটগ্রস্থ পন্থ ফেরেন ৩৬ রান করে। রবীন্দ্র জাদেজা খানিকটা চেষ্টা করলেও সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। ২৮ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিন্তু তিনিও চোট পাওয়ায় বেশ সমস্যায় ভারতীয় শিবির।
Stumps on Day 3 of the 3rd Test.
Australia 338 & 103/2, lead India (244) by 197 runs.
Scorecard – https://t.co/tqS209srjN #AUSvIND pic.twitter.com/QuuisLrasN
— BCCI (@BCCI) January 9, 2021
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হল না অস্ট্রেলিয়ার। ছয় ওভারের মাথায় সিরাজের বলে উইকেট কিপার ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রানে ফিরে যেতে হল পুকোভস্কিকে। এরপর ১০ নম্বর ওভারে ওয়ার্নারকে এলবিডব্লুউ করেন আর অশ্বিন। তাঁকে ফিরতে হয় মাত্র ১৩ রানে। যদিও এরপর ম্যাচের হাল ধরেন স্মিথ ও লাবুশেন। দিনের শেষে ৪৭ রানে অপরাজিত থাকলেন লাবুশেন, স্মিথ অপরাজিত থাকলেন ২৯ রানে। অস্ট্রেলিয়া এগিয়ে থাকল ১৯৭ রানে। ম্যাচে ফিরতে হলে চতুর্থ দিনের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে ভারতীয় বোলারদের।