নিউজ ডেস্ক : বিয়ের পর সংযুক্ত আরব আমিরশাহিতে মধুচন্দ্রিমা সারতে উড়ে গিয়েছেন জাতীয় দলের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল আর তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা। সেখানেই এম এস ধোনি ও সাক্ষীর সঙ্গে দেখা হয় নবদম্পতির।
আইপিএল শেষ হয়ে যাওয়ার পর দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন সস্ত্রীক ধোনি। সম্প্রতি সাক্ষীর জন্মদিন সেখানেই সেলিব্রেট হয়। এদিকে নববধূকে নিয়ে মরুশহরে চাহালও। সেখানেই দেখা দুই ক্রিকেটারের। সেই ছবি পোস্ট করেছেন চাহাল ও ধনশ্রী দুজনেই। ক্যাপশনে চাহাল লিখেলেন, “অত্যন্ত আনন্দিত ও ধন্য”৷
View this post on Instagram
ধনশ্রী তিনটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমটিতে তিনি, চাহাল ও ধোনি। দ্বিতীয় ছবিতে চারজনই। আর শেষ ছবিটি নৈশভোজের বিভিন্ন পদের।
View this post on Instagram