নিউজ ডেস্ক : অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক হারের পর মেলবোর্ন টেস্টে মেন ইন ব্লুদের পারফরম্যান্সে নজর ছিল সবার। তবে এবার আর প্রতিপক্ষকে কোনও সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া। মেলবোর্ন ম্যাচ জিতে চার টেস্টের সিরিজ ১-১ করল রাহানের দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে দেয় ভারতীয় দল। তার পর অধিনায়ক রাহানের শতরান এবং রবীন্দ্র জাদেজার অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে চাপে রাখে মেন ইন ব্লুরা। গ্রিন-কামিন্সের পার্টনারশিপে ভর করে ইনিংসে হার বাঁচায় অজিরা। ফিরাজ, বুমরাহ, অশ্বিন, জাদেজাদের বোলিং দাপটে ২০০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরলে টিম ইন্ডিয়া একটু চাপে পড়ে যায়। কিন্তু অধিনায়ক রাহানে এবং অভিষেক টেস্ট খেলা শুভমন গ্রিলের ব্যাটে ভর করে ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া।