নিউজ ডেস্ক: বছরের শুরুতেই এসেছে জয়। তা নিয়ে অবশ্য একটুও আশ্চর্য নন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তাঁর মতে, যখন সবাই সবকিছু ঠিকঠাক করেন, তখন সবকিছুই স্বাভাবিক ভাবেই হয়ে যায়। পিলিকংটন, মাঘোমার পাশাপাশি দলের নয়া বিদেশি স্ট্রাইকার ব্রাইট এনোবাখারেকেরও প্রশংসা শোনা গেল ফাউলারের মুখে।
ভাল খেললেও জয় আসছিল না। অবশেষে ওডিশা এফসির বিরুদ্ধে তিনটি পয়েন্ট এল লাল-হলুদ শিবিরে। সেই প্রসঙ্গে কোচ ফাউলারের বক্তব্য, ‘আমরা প্রতিদিন দলটাকে নতুন ভাবে তৈরি করছি। সবটা যে হয়েছে এরকম নয়। তবে অনেকটাই হয়েছে। আরও কিছুটা কাজ বাকি আছে। খেলতে খেলতেই তা ঠিক হয়ে যাবে। তবে বছরের শুরুতেই প্রথম জয়টা চলে আসায় স্বাভাবিক ভাবেই দলের জন্য তা খুব ভাল খবর।’ পাশাপাশি জানালেন এদিন নতুন কোনও স্ট্র্যােটজি ছিল না। বলেন, ‘কোনও বদল আনিনি। আমাদের খেলার একটা স্টাইল রয়েছে। সেটাই এদিন ঠিকঠাক ধরে রাখা গিয়েছে। যখন সবাই মিলে সবকিছু ঠিকঠাক করেন, তখন সবকিছুই স্বাভাবিক ভাবে হয়ে যায়। এমনিতে ফুটবলাররা খেলার স্টাইল অনুযায়ী বল পজেশন বেশি রেখে খেলতে অভ্যস্ত। সেটাই এদিন হয়েছে।’
দলের ফুটবলারদের সম্পর্কে বলতে গিয়ে ফাউলার জানান, ‘আজকে সব ফুটবলারই দারুণ খেলেছে। মাঘোমার এই ম্যাচটা সম্ভবত এখনও পর্যন্ত সেরা। পিলকিংটন তো অসাধারণ খেলেছে। তবে সব ফুটবলারই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। পাশাপাশি ব্রাইটেরও প্রশংসা করব। ওর খেলা দেখে মনে হচ্ছিল, ফুটবল খেলা খুবই সহজ।’ ব্রাইটের অভিষেকেই প্রথম জয়টি এল। গোলও পেলেন নয়া স্ট্রাইকার। স্বাভাবিকভাবেই আগামী দিনে তাঁকে নিয়ে আশাবাদী কোচ।