নিউজ ডেস্ক : শনিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে জিম করার সময় বুকে অস্বস্তি বোধ করছিলেন তিনি। তারপরেই মাথা ঘুরে পড়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। পাঁচ সদস্যর মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎাস শুরু হয়। করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। হাসপাতাল সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃৎপিণ্ডের ধমনীতে তিনটি ব্লক পাওয়া গিয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টির পরে দুটি ব্লক দূর করতে স্টেন বসানো হয়েছে। আরেকটি ব্লকের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী হবে সে বিষয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।
প্রাক্তন অধিনায়কের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়ায় সব মহলে। তাঁর আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, কৈলাস বিজয়বর্গীয় থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, জয় শাহ। কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন অমিত শাহ।