নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট হারাল বিখ্যাত টেস্ট ওপেনার কলিন ম্যাকডোনাল্ডকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শুধু ২২ গজেই নয়, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মেলবোর্নে জাতীয় টেনিস সেন্টারের উন্নতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
১৯৫১ থেকে ১৯৬১ এই এক দশকে তিনি মোট ৪৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। পাঁচটি সেঞ্চুরি সহ তাঁর মোট রান ৩১০৭। ১৯৫৮-৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১৯ এবং ১৯৬০-৬১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩৭ রান সংগ্রহ তাঁর জীবনের সেরা ইনিংস ছিল। তিনি ক্রিকেটের পাশাপাশি স্কুলে শিক্ষকতা এবং এবিসি ক্রিকেট ধারাভাষ্যকারের দায়িত্বও সামলেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটের সর্বস্তরে।