নিউজ ডেস্ক : আইসিসি-র দশক সেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তিনি পেয়েছেন ‘স্যর গারফিল্ড সোবার্স’ পুরস্কার। একদিনের ক্রিকেটে আইসিসি-র দশক সেরা ক্রিকেটারের মুকুটও বিরাটের মাথায়। সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহালির সঙ্গে ছিলেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সবাইকে পিছনে ফেলে খেতাব জেনেন বিরাট।
‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ পুরষ্কার পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ২০১১-য়ে নটিংহ্যাম টেস্টে অদ্ভুতভাবে রান আউট হওয়ার পরেও ইয়ান বেলকে ডেকে নিয়েছিলেন। দর্শকদের বিচারে সেটাই এই দশকের সবথেকে ভাল ক্রিকেটীয় মুহূর্ত।
দশকের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন স্টিভ স্মিথ। আফগানিস্তানের রশিদ খান দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।
দশকের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার এলিসে পেরি। পাশাপাশি দশক-সেরা টি-টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।