নিউজ ডেস্ক: সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে গ্লাভস হাতে উইকেটের পেছনে ফের ঋদ্ধিমান সাহা। গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ঋষভ পন্থ। এর ফলে ভারতীয় বোলিং বিভাগের সুবিধা মিলবে বলে মত প্রাক্তনীদের। প্রথম ইনিংসে একািধক ক্যাচ মিস করেছেন পন্থ। যার ফল ভুগতে হয়েছে ভারতীয় শিবিরকে। পন্থের এখনও অনুশীলন দরকার বলেও দািব করেছেন বিশ্বকাপজয়ী উইকেট কিপার সৈয়দ কিরমানি। ঋদ্ধির কাছ থেকে ফুযওয়ার্ক শেখার অনুরোধও করেছেন কিরমানি।
Rishabh Pant has been taken for scans after having been hit on the elbow while batting.
Wriddhiman Saha will keep the wickets for India.#AUSvIND pic.twitter.com/Ije2erkuzU
— ICC (@ICC) January 9, 2021
ব্যাট করার সময়ই ভারতের উইকেট কিপার ঋষভ পন্থের হাতে এসে লাগে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল। কনুইয়ে লাগার পর সঙ্গে সঙ্গেই জায়গাটি ফুলে ওঠে। ওই অবস্থাতেই ব্যাট করেন পন্থ। তার পর খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। হ্যাজেলউডের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান পন্থ। তারপর ভারত ফিল্ডিং করতে নামলে উইকেটের পেছনে দেখা যায় বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে।
পরিসংখ্যান বলছে, ১৪টি টেস্টে ১৩টি ক্যাচ পড়েছে ঋষভের হাত থেকে। যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল। অশ্বিনের বলে পুকোভস্কির সহজ ক্যাচ-সহ একাধিক ক্যাচ মিস করেছেন সিডনি টেস্টের প্রথম ইনিংসে। এখানেই সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী উইকেট কিপার। সৈয়দ কিরমানি বলেন, এখনও সাবলীল ভাবে পায়ের নড়াচড়া করতে পারেন না পন্থ। যা তিনি অনায়াসে শিখে নিতে পারেন তাঁর সিনিয়র সতীর্থ ঋদ্ধিমান সাহার কাছ থেকে। এখনও অন্তত দু’বছর ঘরোয়া ক্রিকেট খেলে ঋষভ নিজেকে তৈরি করুক, জানান কিরমানি।