নিউজ ডেস্ক : রাজ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৭৮ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪০ জন। সংক্রমণ কমলেও প্রতিদিনের মৃত্যুর সংখ্যা দুশ্চিন্তায় রেখেছে স্বাস্থ্য দফতরকে। উল্লেখ্য, গতমাসের শেষ দিক থেকেই বাংলায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০-এর নীচে নেমে এসেছিল। কিন্তু, ফের তা ৫০-এর উপরে চলে যায়। তবে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা ধীরেধীরে কমতে শুরু করেছে।
গোটা দেশেই মৃত্যুর সংখ্যা এখনও যথেষ্ট উদ্বেগজনক। সঙ্গতি রেখে বাংলাতেও ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে ৪০ জনের। জেলাভিত্তিক মৃত্যুর নিরিখেও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৫ জনের। নদীয়াতে মারা গিয়েছেন ৪ জন, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। পূর্ব মেদিনীপুরে ২ জন এবং হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে একজন করে মারা গিয়েছেন।
তবে স্বস্তির খবর হল আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে বাংলায়।