নিউজ ডেস্ক: মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। গুরুতর আহত আরও পাঁচ, ভর্তি হাসপাতালে।
পুলিস সূত্রে খবর, পিকআপ ভ্যানে নদিয়ার রানাঘাট থেকে মুর্শিাবাদের হাজারদুয়ারিতে পিকনিক করতে যাচ্ছিল ১৪-১৫ জনের একটি দল। মাঝপথে ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেনে দাঁড়ায় পিকআপ ভ্যানটি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন মহিলা সহ চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল জাতীয় সড়ক। তার উপর ট্রাকের গতি বেশি থাকায় হয়তো এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের।