নিউজ ডেস্ক : সোমবার থেকে আরও ২০৬টি ট্রেন চলছে শিয়ালদহ শাখায়। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় বাড়ানো হয়েছে ট্রেন। সেইসঙ্গে ১২ টি ‘লেডিজ স্পেশ্যাল’ ট্রেনও চালু করা হয়েছে। ২০৬টা ট্রেন বাড়ায় এখন প্রতিদিন ৮৬০টি করে ট্রেন চলবে। শিয়ালদহ উত্তরের লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাসনাবাদ-সহ সব শাখায় পরিষেবা বাড়ানো হল। একইভাবে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ-সহ সকল শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করল রেল।
গত ১১ নভেম্বর রাজ্যে ট্রেন পরিষেবা শুরু হয়। তারপর থেকে শিয়ালদহ শাখায় ধাপে ধাপে বেড়েছে লোকাল ট্রেনের সংখ্যা। ভিড় সামাল দিতে সকাল এবং সন্ধেয় অফিস টাইমে ১০০ শতাংশ ট্রেন চালু ছিল। তবে দুপুর এবং রাতের দিকে ট্রেনের সংখ্যা কম থাকছিল, সেই সমস্যাও আর হবে না সোমবার থেকে।
ওয়াকিবহল মহলের মতে, লোকাল ট্রেন চালু হওয়ার পর সংক্রমণ কতটা বাড়ে তা নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু গত ৪০ দিনে বাংলায় সংক্রমণের হার সেভাবে বাড়েনি, উল্টে কমছে সংক্রমণ। তাই ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল।