নিউজ ডেস্ক: বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার সগুনার নবগ্রামে। সূত্রের খবর, সুজয় সরকার নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে রবিবার গভীর রাতে আচমকাই বোমাবাজি করে দুস্কৃতীরা। সেই সময় ভয়ে ঘর থেকে বাইরে বেরননি কেউই। পরে ঘর থেকে বেড়তেই দেখেন বোমার আঘাতে বাড়ির অর্ধেক অংশে ফাটল ধরেছে।
সুজয়ের অভিযোগ, বিজেপি করেন বলেই তাঁর বাড়িতে শাসকদলের কর্মীরা বোমাবাজি করেছে। ভয় দেখানোর জন্যই এই কাজ করেছে তারা। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।