নিউজ ডেস্ক: করোনা হাসপাতাল থেকে কিছু সংখ্যক কোভিড বেড কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। বেসরকারি হাসপাতাল থেকে কিছু বেড যাতে অন্য চিকিৎসার কাজে লাগানো যায়, সেই জন্য নির্দেশ জারি করা হল স্বাস্থ্য দফতর থেকে।
সূত্রের খবর, ক্রমশ রাজ্যে হ্রাস পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকী হাসপাতাগুলিতে কোভিড রোগী আসার সংখ্যাও অনেকটাই কমেছে। সেই কারণেই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি থেকে বেড কমিয়ে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে অতি মহামারী পরিস্থিতিতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলিতে বেড নির্ধারিত করেছিল।
রাজ্যে হাসপাতালগুলিতে বর্তমানে কত বেড রয়েছে তারই একটা তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। সরকারি নির্দেশ অনুযায়ী ১০০টি বেড কোভিডের জন্য সংরক্ষিত রাখলেই হবে। এমনকী নির্দেশিকায় এটাও উল্লেখ করা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে তিন দিনের নোটিসে এই বেডগুলি কোভিড চিকিৎসার জন্য চেয়ে নিতে পারে সরকার।