নিউজ ডেস্ক: মেদিনীপুরে মেগা যোগদানের পর আজ মঙ্গলবার কেতুগ্রামে প্রথম সভা করতে চলেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর প্রথম সভায় শুভেন্দু অধিকারী কী বলেন সে বিষয়ে উৎসুক রাজনৈতিক মহল।
শনিবার অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরের মেগা সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। মঞ্চে যোগদানের পরই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এদিনের সভায় উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
নানা জল্পনা শেষে সোমবারই বিধানসভায় শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা ভোট তার আগে এদিনের সভামঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন গেরুয়া বাহিনীর এই নতুন কাণ্ডারি, এখন সেটাই দেখার।