নিউজ ডেস্ক : কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতেই বিজেপিতে যোগদান কর্মসূচিতে তাণ্ডব। শনিবার মালদহর মঙ্গলবাড়ির পালপাড়ায় তৃণমূল ছেড়ে বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগদানের সময় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গেরুয়া শিবিরের কর্মীরা। ‘দুর্নীতিবাজ’ বিদায়ী কাউন্সিলর নৃপেন পালকে দলে নেওয়া যাবে না বলে কৈলাস বিজয়বর্গীয়কে ঘির শুরু হয় বিক্ষোভ। অবস্থা বেগতিক দেখে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘটনাস্থল ছেড়ে চলে যান দ্রুত। পরিস্থিতি সামাল দিতে বিজেপির জেলা নেতা শ্যামচাঁদ ঘোষ যোগদান কর্মসূচি আপাতত স্থগিত বলে মাইকে ঘোষণা করেন।
চায়ে পে চর্চা !!!
आज मालदा में बचामारी और पल्परा में वहाँ के स्थानीय नागरिकों और भाजपा कार्यकर्ताओं के साथ चाय पर चर्चा की… #AmarPoribarBJPPoribar pic.twitter.com/q4yAw1eUaw
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 2, 2021
শনিবার সন্ধেয় মালদহর মঙ্গলবাড়ির পালপাড়ার ধানহাটি চায়ে পে চর্চায় নৃপেন পালের বিজেপিতে যোগদানের খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। নিজ এলাকায় সরকারি কাজে প্রচুর কাটমানি খেয়েছেন নৃপেন পাল। বিজেপিতে ‘দুর্নীতিবাজ’ এই নেতাকে কোনমতেই নেওয়া যাবে না বলে তোলপাড় শুরু হলে রণেভঙ্গ দেন কৈলাস বিজয়বর্গীয়। কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে তদন্তেরও নির্দেশ দিয়েছে বিজেপি।