নিউজ ডেস্ক : নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির দাবি, হামলার পর থেকে নিখোঁজ তাদের বেশ কয়েকজন কর্মী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে পা রেখেছেন শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন তিনি। কর্মীদের ওপর হমলার ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলকে, এর ফল ভুগতে হবে। যদিও এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
- Advertisement -